খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর যা জানাল বিএনপি

প্রকাশিত:শুক্রবার, ৩০ জুন ২০২৩ ০২:০৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা-বিনিময় করেছেন দলের সিনিয়র নেতারা। বৃহস্পতিবার (২৯ জুন) রাতে জমির উদ্দিন সরকারের নেতৃত্বে ছয়জন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

জমির উদ্দিন বলেন, এটা আমাদের সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল, এটা এ ঈদ উপলক্ষে আমরা দেখা করতে আসছি। সাক্ষাতে আমাদের রাজনৈতিক কোনো বিশেষ আলাপ হয়নি। আমরা এসেছি তিনি কেমন আছেন, ঈদে নেতা হিসেবে একটা সাক্ষাৎ করা দরকার, আপনাদের ও জানা দরকার সেজন্য আসছিলাম এবং তাকে দেখলাম।

তিনি আরও বলেন, তার অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে এটা বলা যায় না এবং তার চিকিৎসা আগে ডাক্তাররা যেভাবে করেছে তবে আমরা দেখেছি তার চিকিৎসা একান্তভাবে দেশের বাইরে প্রয়োজন। এর বাইরে রাজনৈতিক বিষয়ে তিনি ঢোকেননি বা আমরাও রাজনৈতিক কোনো বিষয়ে খুব বেশি আলাপ হয়নি। এর বেশি আমি কিছু আর বলতে চাই না, বা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

জমির বলেন, ঈদ উপলক্ষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের মুখে তিনি দেশবাসীর কথা শুনেছেন।

তিনি বলেন, আপনারা যদি মনে করেন তার স্বাস্থ্য আগের চেয়ে ভালো আছে তাহলে ঠিক না সেটা। তার বিদেশে ট্রিটমেন্ট একান্ত প্রয়োজন। তার উন্নত চিকিৎসার ব্যাপারে দলের পক্ষ থেকে সরকারকে কিছু বলতে পারে।

এসময় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান এবং সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ