১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ৩০ জুন ২০২৩ ০২:০৬
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। নিজের ধর্মের উৎসব পালনের পাশাপাশি ঈদও উদযাপন করেন তিনি। বিগত কয়েক বছর ধরেই ঈদে পশু কোরবানি দিচ্ছেন তিনি। এবার দুটি খাসি জবাই দিলেন এই অভিনেত্রী।
বুধবার (২৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশুর সঙ্গে নিজের একটা ছবি শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন মিম।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর কোরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মতো এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন।
মিম আরও লিখেছেন, ঈদের প্রস্তুতি সম্পন্ন, ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনও হয়নি, আশা করি কখনও হবেও না। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।
এ দিকে ঈদুল আজহায় মুক্তির তালিকায় ছিল মিম অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’। দীপংকর দীপন পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তির তারিখ শেষ মুহূর্তে পিছিয়ে যায়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766