১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ ০৪:০৬
সুরমাভিউ রিপোর্ট।। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৯ জুন) জগন্নাথপুর উপজেলার তিনটি গ্রামের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছে প্রিয়জন ফাউন্ডেশন।
প্রিয়জন ফাউন্ডেশন এর সভাপতি খায়রুল ইসলাম বলেন, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংঙ্গিয়ারগাঁও, ঘিপুরা ও বলবল গ্রামের গরিব, দুঃস্থ ও অসহায়দের এই কুরবানির মাংস বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, কুরবানি শব্দের অর্থ নৈকট্য, ত্যাগ, উৎসর্গ। অর্থাৎ, আল্লাহ তায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যেই এ কুরবানি। আমরা খুব বেশি খুশি তিনটি গ্রামের মধ্যে আমরা কুরবানির গোশত বিতরণ করতে পেরেছি।
সুবিধাবঞ্চিত মানুষজন কোরবানীর মাংস পেয়ে বলেন-গরুর গোশতের দাম বৃদ্ধির কারণে আমরা অনেক দিন গরুর গোশত খাইনা, আমরা এই গোশত পেয়ে খুব খুশি ।
কুরবানীর সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক লিলু, ব্যাংকার মো: তালিমুল ইসলাম যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মো: গোলাব আলী, মাওলানা মো: তরিকুল ইসলাম, মো:মনরুল হক মিজানুর রহমান মিজান,আব্দুসত্তার ও উকিল আলী, ইকবাল হোসেন, সায়মন উদ্দীন প্রমুখ।
উল্লেখ্য, প্রিয়জন ফাউন্ডেশন একটি সেবামূলক, অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন।সিলেট বিভাগে সব সময় অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছে সংগঠনটি।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766