১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৮ জুন ২০২৩ ০৭:০৬
সুরমাভিউ:- সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চোধুরী সিলেট নগরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, কোরবানির ঈদ মানে ত্যাগের আনন্দ। পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের পশুটাকেও কোরবানি দিতে হবে। তাহলেই ব্যক্তি সমাজ এবং দেশ উপকৃত হওয়ার পাশাপাশি পরকালেরও কল্যাণ হবে।
নব নির্বাচিত মেয়র বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক- এই কামনা করছি।
তিনি নির্ধারিত স্থানে পশু কোরবানির আহ্বান জানিয়ে বলেন,রাস্তাঘাটে যাতে কোরবানির বর্জ্য পড়ে না থাকে, সেদিকে সবাই নজর রাখুন। আসুন সকলে মিলে আমরা আমাদের নগরকে পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখি। সবার জীবনে পবিত্র ঈদুল আযহা সুখ শান্তি ও সমৃ্দ্ধি নিয়ে আসুক। সকলকল ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766