সিলেট জেলা বিএনপির ঈদ শুভেচ্ছা

প্রকাশিত:মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ০৬:০৬

সুরমাভিউ:-  পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, পবিত্র ঈদ উল আযহা আমাদেরকে ত্যাগ ও তিতিক্ষার শিক্ষা দেয়। বর্তমান বিশ্বের সকল গণতন্ত্রকামী দেশের মানুষও সীমাহীন ত্যাগ শিকার করে দেশের গণতন্ত্র রক্ষা করেছেন। তাই আসুন আমরা সকলে মিলে সর্বোচ্ছ ত্যাগ শিকার করে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করি। এটিই হোক এবারের ঈদ উল আযহার প্রত্যয়।

সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

এ সংক্রান্ত আরও সংবাদ