আসক ফাউন্ডেশনের কানাইঘাট উপজেলা সভাপতি বুরহান উদ্দীনের ব্যতিক্রমী উদ্যােগ

প্রকাশিত:সোমবার, ২৬ জুন ২০২৩ ০৯:০৬

সুরমাভিউ:-  আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের হরিশিং মাটিতে গত শুক্রবার ১৯টি পরিবারের রাস্তা খুলে দেওয়া হয়েছে।

আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মো. বুরহান উদ্দীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার আব্দুল কাদির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, দীর্ঘ দুই বছর থেকে রাস্তা হীন ১৯টি পরিবার ভুক্তভোগী ছিলেন। রাস্তা না থাকার কারনে বিকল্প অন্য বাড়ীর রাস্তা কিংবা ময়লা- আবর্জনার রাস্তা ইত্যাদি অবলম্বন করতেন। এমতাবস্থায় যদি এই ১৯ টি পরিবারের কেউ মারা যায় তাহলে একটা লাশের খাট নিয়ে লাশ বের করার কোন উপায় ছিলো না। এরপর মানবাধিকার সংস্থার শরণাপন্ন হলে আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কানাইঘাট উপজেলা শাখার একটি টিম স্ব-শরীরে উপস্থিত হয়ে ৫০ এর বেশি মানুষের উপস্থিতি ও স্থানীয় মেম্বার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ