মৌলভীবাজারে হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা, আটক ১

প্রকাশিত:রবিবার, ২৫ জুন ২০২৩ ০৬:০৬

নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারে হোটেল কর্মচারী তামিম (১৪)কে পিটিয়ে হত্যা করেছে আরেক কর্মচারী। এ ঘটনায় কর্মচারী জালাল উদ্দিন (৪০)কে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ জুন) দুপুরে তামিমের মৃত্যু হয়।  শনিবার রাতে শহরের খানদানী রেস্টুরেন্টে এ ঘটনাটি ঘটে।
তামিম শ্রীমঙ্গল উপজেলার রায়পরায়ণ গ্রামের মুহিত মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে হোটেল কর্মচারী জালাল উদ্দিন ও মুহিত মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়, একপর্যায়ে জালাল উদ্দিন মুহিত কে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পড়ে তাকে হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হলে রোববার দুপুরে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে নেওয়ার পথে তামিমের মৃত্যু হয়।
তিনি আরো জানান এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল থেকে জালাল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ