মৌলভীবাজারে এবাক এর আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত:শুক্রবার, ২৩ জুন ২০২৩ ০৮:০৬
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- এসো বাগান করি’ এবাক মৌলভীবাজারের আয়োজনে সম্পন্ন হলো মৌসুমী ফল উৎসব । নতুন প্রজন্মের কাছে দেশীয় নানা জাতের ফলের পরিচিতি তুলে ধরতে ‘এসো বাগান করি’ এবাক মৌলভীবাজার এর উদ্যোগে এই উৎসবটি অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার শহরের রেস্ট ইন রেস্তোরায় গত শনিবার বিকেলে অনুষ্ঠিত এই আয়োজনের উদ্বোধন করেন এবাক আন্দোলনের প্রতিষ্ঠাতা মুনিম সিদ্দিকী।
ফল উৎসবে নানা প্রজাতির প্রায় শতাধিক ঔষধি ও ভেষজ ফল প্রদর্শনের এমন অনন্য আয়োজনে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন বদরুল হোসেন, এছাড়াও সমন্বয়কারী হিসেবে এহসানা চৌধুরী চায়না, জোবায়ের আহমেদ, রোজি সালমান ও জসিম উদ্দিন এবং আয়োজক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অন্নপূর্ণা রিংকু।
মূলত নতুন প্রজন্মের কাছে সব ধরনের দেশীয় ফলের পরিচিতি তুলে ধরতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। বিষয়টি গুরুত্ব বিবেচনায় এ উৎসবে আম, জাম, লিচু, কাঠাল, ড্রাগন, লটকন, আনারস, করমচা, জামরুল, সফেদা, পেয়ারাসহ প্রায় শতাধিক প্রজাতির ফলের সমাহার ছিল এবাক মৌলভীবাজার এর আয়োজনে।
শিশু থেকে বয়স্ক নানা শ্রেণী পেশার আগ্রহী দর্শনার্থীদের উপস্থিতি ছাড়াও সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলী এতে উপস্থিত ছিলেন।