ওয়ার্ডে মানুষের ভালোবাসা অর্জন করে আমি নির্বাচিত হয়েছি: সৈয়দ তৌফিকুল হাদী

প্রকাশিত:শুক্রবার, ২৩ জুন ২০২৩ ১০:০৬

ওয়ার্ডে মানুষের ভালোবাসা অর্জন করে আমি নির্বাচিত হয়েছি: সৈয়দ তৌফিকুল হাদী

সুরমাভিউ:-  সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড একটি মডেল ও নান্দনিক ওয়ার্ড। এই ওয়ার্ডে মানুষের ভালোবাসা অর্জন করে আমি নির্বাচিত হয়েছি। নির্বাচন হলো একটি আনন্দময় উৎসব। তাই আপনাদের সহযোগিতায় ও সমর্থনে আমি আবারো এ ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পেয়েছি। এই ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং অসাপ্ত কাজ সম্পন্ন করতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, কিন্তু ২১ জুন সিসিক নির্বাচনে যারা ভোট কেন্দ্রে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের ভোটাররা দাতভাঙ্গা জবাব দিয়েছে। যারা ভোট কেন্দ্র দখল ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে তাদের বিরুদ্ধে এলাকায় সামাজিক সংগঠনগুলো ও পঞ্চায়েত কমিটির মাধ্যমে চিহ্নিত করে বিচার করতে হবে।

তিনি বৃহস্পতিবার (২২ জুন) বাদ এশা কাউন্সিলর কার্যালয়ে পায়রা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

পায়রা সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাহমুদুল হক মাছুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদুর পরিচালনায় বক্তব্য রাখেন, পায়রা সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি সাদিক মিয়া, মুক্তি আব্দুল খাবির, পায়রা সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা জুবায়ের আহমদ, তৈয়বুর রহমান, জাফর সাদিক, যুগ্ম সম্পাদক রিপন আহমদ, কোষাধ্যক্ষ নিয়াজ মো. আজিজুল করিম, সদস্য নাজমুল হক, শাহীন আহমদ, ইমতিয়াজ আহমদ ফুয়াদ, আব্দুল মতিন মেম্বার, মুনিম মিয়া, মেহরান, এডভোকেট সৈয়দ তারেক আহমদ, বুলবুল আহমদ বুলবুল, নজির আহমদ, মো. হিমেল ইলিয়াছ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ