কুলাউড়ায় সফল উদ্যােক্তাদের সম্মাননা প্রদান

প্রকাশিত:বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ০৫:০৬

আশরাফুল ইসলাম জুয়েল কুলাউড়া:-  পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় জেলার কুলাউড়া উপজেলায় সফল উদ্যােক্তা ও খামারীদের ক্রেষ্ট, সম্মানী ও সনদপত্র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুর ১২ টায় কুলাউড়া উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে হীড বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্হাপক মোঃ দীল ইসলামের সভাপতিত্বে, কুলাউড়া হীড বাংলাদেশের কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা সোহেল সিকদারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবু মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃমিঠুন সরকার, কুলাউড়া হীড বাংলাদেশের শাখা ব্যবস্হাপক নজরুল ইসলাম, হীড বাংলাদেশের প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বর্মেন্দ সিনহা, কুলাউড়া উপজেলা বি আর ডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম, কুলাউড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।

এছাড়া ও স্বাগত বক্তব্য রাখেন সফল উদ্যােক্তা খছরু মিয়া, লিটন দত্ত, সবিতা রাণী মালাকার, রোকেয়া বেগম, সুমন মালাকার ও জাকির হোসেন প্রমুখ।

বক্তব্যে বক্তারা হীড বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করেন। হীড বাংলাদেশের মাধ্যমে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ