সুনামগঞ্জে প্রতীকী জন্মদিন পালন

প্রকাশিত:মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ০৭:০৬

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জ পৌর শহরে শিশুদের নিয়ে প্রতীকী জন্মদিন অনুষ্ঠান পালন হয়েছে।

সুনামগঞ্জ এরিয়া প্রোগাম, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে মঙ্গলবার (২০ জুন) দিনব্যাপী শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের মিলনায়তনে এই প্রতীকী জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করে।

জন্মদিন অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়রম্যান নিগার সুলতানা কেয়া।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, পৌর সভার প্যানেল মেয়র আহমদ নূর, সদর উপজেলা শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, সুনামগঞ্জ রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এতে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের এপি ম্যানাজার স্টিপ তাপস চিসিমের,প্রোগ্রাম অফিসার উত্তম হালদার, প্রোগাম কুয়ালিটি ও স্পেশালিস্ট অফিসার প্রনব দেব, স্পন্সরশীপ & চাইল্ড প্রজেক্টর অফিসার অপূর্ব সিচিম, উত্তম চক্রবতী,প্রোগ্রাম অফিসার আইটি মন সলোমান সহ প্রতিষ্ঠানের অন্যান্যরা।

এ সময় অংশগ্রহণকারী শিশুদের মাঝে কেক ও পুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ জানিয়েছে ৭৫০ নিবন্ধিত শিশুদের মাঝে প্রতীকী জন্মদিনে পৌর শহরের ২০০ জন শিশু,অভিবাক ও যুব ফোরাম প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ