মৌলভীবাজারে যুবদল নেতা শিবলু জামিনে মুক্ত

প্রকাশিত:মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ১১:০৬

নিজস্ব প্রতিবেদক:-  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার পৌর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলু আহমদ এক মাস ১০ দিন  পর মঙ্গলবার ২০ জুন বিকেলে জেলা কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন।
কারামুক্ত যুবদল নেতা শিবলুকে এসময় কারাফটকে  জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার আহবায়ক হাফেজ আহমদ মাহফুজ, পৌর শাখার আহবায়ক মাহবুবুর রহমান শিপন, সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আমির মোহাম্মদ, মৌলভীবাজার জেলা যুবদলের প্রচার সম্পাদক রাফু আহমেদ, পৌর শাখার যুবনেতা তুষার ভূঁইয়া, রুবেল হাসান, মৌলভীবাজার জেলা ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক সাহান চৌধুরী পৌর ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক ইহাম মোজাহিদ প্রমুখ।
যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলের কয়েক শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে পরবর্তীতে কারাফটক থেকে তাকে নিয়ে মোটর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা কুসুমবাগ পয়েন্টে গিয়ে শেষ হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ