বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ১৮ জুন ২০২৩ ০৭:০৬

স্টাফ রিপোর্টার:-  বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ এরিয়া প্রোগাম, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে রবিবার (১৪ মে) দিনব্যাপী শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় সরকার প্রতিনিধি,সরকারী কমকর্তা,এনজিও প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, গ্রাম উন্নয় কমিটির প্রতিনিধি এবং শিশু ও যুব ফোরাম প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়রম্যান নিগার সুলতানা কেয়া।

এসময় আরোও উপস্থিত ছিলেন,পৌর সভার প্যানেল মেয়র আহমদ নূর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, পৌর কাউন্সিলর মো.মোশারফ হোসেন, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের এপি ম্যানাজার স্টিপ তাপস চিসিমের, প্রোগ্রাম অফিসার উত্তম হালদার, প্রোগাম কুয়ালিটি ও স্পেশালিস্ট অফিসার প্রনব দেব, স্পন্সরশীপ & চাইল্ড প্রজেক্টর অফিসার অপূর্ব সিচিম, প্রোগ্রাম অফিসার আইটি মন সলোমান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ