সিলেটে নৌকার জন্য জেলা বিএনপির কাছে ভোট চাইলেন যুবলীগ কেন্দ্রীয় নেতা ফজলে রাব্বী স্মরণ
প্রকাশিত:শনিবার, ১৭ জুন ২০২৩ ০৯:০৬
সুরমাভিউ:- সিলেটে নৌকার জন্য মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুজ্জামানের পক্ষে সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে ভোট চাইলেন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ।
১৭ জুন শনিবার বিকেলে ১ নং ওয়ার্ডের পাড়া মহল্লায় সর্বসাধারন ও দরগা মহল্লার হোটেল স্টার প্যাসিফিকে সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর কাছে নৌকার বিজয় সুনিশ্চিত করতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন
যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ।
এসময় সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, যেহেতু মেয়র নির্বাচনে আমাদের দলের কোন প্রার্থী নেই সেহেতু ভোট দিতে কোন সমস্যা নেই বলে আশ্বস্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মাসুদ কামাল সুফি, যুবলীগ নেতা মনজুরুল ইসলাম, যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল কামাল জুয়েল, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকেরীন আহমেদ, সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি সুমন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সহ সভাপতি লিমন, সাকির, আদিব, যুবনেতা বিধান,আলী, সুব্রত ভট্টাচার্য, দিপক চক্রবর্তী, আবু হানিফা তালফা সহ প্রমুখ।