বৃষ্টিস্নাত দিনে আনোয়ারুজ্জামানের পক্ষে এড. শাহজাহান চৌধুরীর গণসংযোগ

প্রকাশিত:শনিবার, ১৭ জুন ২০২৩ ০৭:০৬

বৃষ্টিস্নাত দিনে আনোয়ারুজ্জামানের পক্ষে এড. শাহজাহান চৌধুরীর গণসংযোগ

সুরমাভিউ:-  আসন্ন ২১জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে বৃষ্টিস্নাত দিনে গনসংযোগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিলেট জেলা দায়রা জজ আদালতের এপিপি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী।

আজ শনিবার (১৭ জুন) সকালে সিলেট নগরের আম্বরখানা এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় অধিবাসীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে এডভোকেট শাহজাহান চৌধুরী
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন ও আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পক্ষে সবার নিকট ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন- ৭ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফজল মিয়া, যুবলীগ নেতা আবু বক্কর, রুবেল, মুক্তিযোদ্ধা মঞ্চ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন জয়, শামীম, আবু বক্কর, আশরাফ, প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ