নৌকার প্রচারণায় সিলেটে আসছেন ওল্ডহ্যাম যুবলীগ নেতা ইরফাত শাহজাহান

প্রকাশিত:বুধবার, ১৪ জুন ২০২৩ ১১:০৬

নৌকার প্রচারণায় সিলেটে আসছেন ওল্ডহ্যাম যুবলীগ নেতা ইরফাত শাহজাহান

সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীকের) মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী প্রচারে অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাজ্য ওল্ডহ্যাম যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সিলেট জেলা ছাত্রলীগ নেতা ইরফাত আহমদ শাহজাহান।

শনিবার (১৭ জুন) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

ইরফাত আহমদ শাহজাহান বলেন, আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি আমার নেতার জন্য কাজ করতে দেশে আসবো।যুক্তরাজ্য বসবাসরত প্রবাসীদের পরম আপনজন আনোয়ারুজ্জামান ও নৌকার পক্ষে কাজ করার জন্য।তিনি প্রবাসীদের কল্যাণে একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি। আমরা তার বিজয়ের মাধ্যমে প্রবাসীদের বিজয় দেখতে চাই। আমি আশাকরি সিলেটবাসী আগামী সিটি নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমরা সেই বিজয়ের প্রত্যাশী।

এ সংক্রান্ত আরও সংবাদ