নারী বান্ধব সিলেট নগরী গড়তে নৌকা মার্কায় ভোট দিন: এড. নাসির

প্রকাশিত:বুধবার, ১৪ জুন ২০২৩ ০৮:০৬

নারী বান্ধব সিলেট নগরী গড়তে নৌকা মার্কায় ভোট দিন: এড. নাসির

সুরমাভিউ:-  বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী’র সমর্থনে ১২নং ওয়ার্ডের স্থানীয় আজাদ কমিউনিটি সেন্টারে শেখঘাট এবং কুয়ারপাড় অঞ্চলের নারীদের অংশগ্রহণে বিশাল নারী সমাবেশ আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় স্থানীয় মুরব্বি ফখর উদ্দিন এর সভাপতিত্বে এবং কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদির এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির কো-সদস্য সচিব এবং দক্ষিণ সুরমা অঞ্চলের নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নেতা এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন এবং কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদির।

সভায় প্রধান অতিথি এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, নারী বান্ধব দল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে ২১ জুনের জয়যুক্ত করলে ইনশাআল্লাহ সিলেট সিটি কর্পোরেশনে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

তিনি আরো বলেন, আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আগামী ২১ জুনের নির্বাচনে মেয়র নির্বাচিত করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস, তিনি সরকার থেকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ নিশ্চিত করে তার মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সিলেট সিটিকে একটি আধুনিক, স্মার্ট, সমৃদ্ধ এবং নারী বান্ধব সিলেট নগরী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ!

সভায় ১২ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়ার বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ