১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ০৬:০৬
সুরমাভিউ:- সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে দুইদিন ব্যাপী চাকরি মেলা ২০২৩ সম্পন্ন হয়েছে। দুইদিন ব্যাপী এই মেলার দ্বিতীয় দিন (১৩ জুন) মঙ্গলবার মেলা কলেজ ক্যাম্পাসে চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
মেলায় ১৭টি প্রতিষ্ঠান ১১৭ এর অধিক শুন্যপদে চাকরি দেওয়ার জন্য উপস্থিত ছিলেন। চাকরির গত ১১ জুন থেকে ১২ জুন পর্যন্ত অনুষ্টিত হয়।
দুইদিন ব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনের ১ম দিন ফ্রি সিভি রাইটিং ও ইন্টারভিউ টিপস সেশন প্রদান করা হয়। ২য় দিনে চাকরি প্রার্থীদের বিগত ১সপ্তাহে অললাইনে জার্নিমেকারজবস ওয়েবসাইটে জব এপ্লাইয়ের ভিত্তিতে সিভি যাচাই করে ইন্টারভিউ এর জন্য শর্টলিস্ট প্রদান করা। পরে উপস্থিত থাকা ১৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন চাকরি প্রত্যাশীদের কলেজ ক্যাম্পাসে ইন্টারভিউ নেন। চাকরি মেলার সার্বিক সহযোগিতায় ছিল জার্নিমেকারস জবস।
সর্বশেষে মুরারিচাঁদ কলেজের প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766