৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ১২ জুন ২০২৩ ১১:০৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান। সোমবার (১২ জুন) রাত ৮টায় নগরীর শিবগঞ্জে অবস্থিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, খুলনা এবং বরিশাল নির্বাচনে যে ফলাফল হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করেছি। আমাদের সর্বোচ্চ নেতা পীর সাহেব চরমোনাই আসন্ন সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন তিনি বয়কট করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা সিলেট সিটি করপোশেন নির্বাচন বয়কট করছি। এ নির্বাচনে একটি পেশী শক্তির উপস্থাপনসহ অনিরাপদ নগরী গড়ার প্রত্যয় নিয়ে তারা নেমেছেন বলে পরিলক্ষিত হচ্ছে।
আমরা প্রার্থী থেকে জনগন কেউ নিরাপদ না। নুন্যতম সুষ্ঠ নির্বাচন হওয়ারও তেমন কোন সম্ভাবনা নেই। আমাদের আলেম উলামা ও জনগনের রায় নিয়ে এ নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছি এবং জনগনকেও প্রত্যাখ্যানের আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আজ সিলেটসহ সারাদেশে বিক্ষোভ মিছিল হয়েছে। আগামী শুক্রবারেও আমরা বিক্ষোভ মিছিল করবো। আমরা সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন চালিয়ে যাবো। আজ বরিশালে আমাদের নায়েবে আমী মুফতি ফজলুল করিমের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে দুইবার। তাকে রক্তাক্ত করা হয়েছে।বিকেলে যে ফলাফল ঘোষণা করা হচ্ছিল, সেটা কোন সঠিক ফলাফল নয়। কারচুপির ফলাফল। বরিশালের জনগন আমাদের পক্ষে রায় দিলেও তা পরিবর্তন করা হয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766