১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১১ জুন ২০২৩ ০৬:০৬
সুরমাভিউ:- প্রচন্ড গরম ও বৃষ্টি উপেক্ষা করে বিরামহীন প্রচারণায় মাঠে আছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি। প্রতিদিন বিভিন্ন ওয়ার্ড মহল্লা চষে বেড়াচ্ছেন তিনি। আজ গণসংযোগ করেছেন ২৪,৩১ ও ৩২ নং ওয়ার্ডে।
পথসভা করেছেন মুরাদপুর বাজার, মুক্তির চক, মীরের চক, মেজরটিলা বাজার, টিলাগড় পয়েন্ট, মিরাপাড়া ইত্যাদি জায়গায়। উঠান বৈঠক করেছেন ৫ নং ওয়ার্ড গোয়াই পাড়া, ও ডলিয়া টিলাগাঁও।
এ সময় তিনি বলেন, আপনারা যদি আমাকে সুযোগ দেন। নির্বাচিত করেন। তাহলে গত ২০ বছরে যা উন্নয়ন হয়েছে এর থেকে বেশি উন্নয়ন হবে আগামী পাঁচ বছরে ইনশাআল্লাহ। এর ব্যাখ্যা হল এই যে আমরা প্রথমেই দুর্নীতি নির্মূল করব। চুরি বন্ধ করব। সততা ও আমানতদারিতার সাথে কাজ করব। যে কারণে বরাদ্দের শতভাগ কাজ হবে। অতীতে যেখানে দুর্নীতি ও দুঃশাসনের মাঝেও এতটুকু উন্নয়ন হয়েছে সেখানে দুর্নীতি ও চুরি বন্ধ হলে, শতভাগ কাজ করতে পারলে অবশ্যই পাঁচ বছরে রেকর্ডপূর্ণ উন্নয়ন হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন। সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন প্রমুখ
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766