১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ০৯ জুন ২০২৩ ০৬:০৬
সুরমাভিউ:- সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং সিলেট সিটিকে স্মার্ট নগরী গড়ে তুলার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দিন।
তিনি আরো বলেন, আমার রাজনীতি মানুষের কল্যাণে। ব্যক্তিগত অর্জন বা বিসর্জনের চেয়ে মানুষের সেবাটাই আমার কাছে মুখ্য। আর তাই আমি রাজনীতিতে এসেছি। সিলেটের উন্নয়ন করতে চাই, এতে কোনো আপস করবো না। জীবন দিয়ে হলেও সিলেটের মানুষের জন্য আমৃত্যু কাজ করে যাবো। তাই ২১ জুনের নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়ে আমার এবং প্রধানমন্ত্রীর জয় নিশ্চিত করুন।
শুক্রবার (৯ জুন) সকাল ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট বিভাগীয় সেলস এন্ড মার্কেটিং অফিসার্স এসোসিয়েশন এর আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জান চৌধুরী’র সমর্থনে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
যুক্তরাজ্য আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার চৌধুরী সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় সেলস এন্ড মার্কেটিং অফিসার্স এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিলেট বিভাগীয় সেলস এন্ড মার্কেটিং অফিসার্স এসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ গোলাম রাব্বানী।
স্বাগত বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় সেলস এন্ড মার্কেটং অফিসার্স এসোসিয়েশন পক্ষে জুনেদ আহমদ রুমেল, শুভেচ্ছা বক্তব্য রাখেন, কামরুজ্জামান সাগর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মাছুম আহমেদ বাবুল, বর্তমান সভাপতি আলমগীর হোসেন, সহ সভাপতি নজরুল ইসলাম সবুজ মিয়া, বাইছ হাসান, সুমন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দত্ত, সহ সাংগঠনিক সম্পাদক সুজন কৃষ্ণ দাস, অর্থ সম্পাদক নয়ন মনি দাস, দিপক তালুকদার, প্রানতুষ দাস, বিপলু দাস, তাজুল ইসলাম, জকিগঞ্জ ঐক্য পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি, আব্দুস সামাদ আজাদ, সদিওল তাজ উদ্দিন, নান্নু মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক এম এম সুহেল, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদ, বারহাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মুহিবুর রহমান চৌধুরী, ফারুক মিয়া, নিজাম উদ্দিন চৌধুরী, সিলেট সেলস এন্ড মার্কেটিং এসোসিয়েশন জেলা শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন আশরাফুল হক দুলাল, হবিবুর রহমান মিলন, মুক্তার হোসেন, আব্দুল আহাদ, বিশ্বজিৎ সরকার, মাছুম আহমেদ, রিপন দাস, রিপন আহমেদ, জামাল উদ্দিন, মুহিন আহমেদ, হাবিবুর রহমান, মশিউর রহমান, রুহুল আমিন, ইকবাল আহমদ, মাহিন আহমদ, রাসেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766