যাদুকাটায় পাথর উত্তোলন টুকেরবাজার নৌ পুলিশের হাতে ষ্টীলবডি নৌকা সহ আটক ২

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ ০৭:০৬

সুরমাভিউ:-  সুনামগঞ্জের যাদুকাটা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন ষ্টীলবডি নৌকা সহ ২ জন কে আটক করেছে টুকের বাজার নৌ পুলিশ।
বৃহস্পতিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের রক্তীনদীর আবুয়ার মূখে অভিযান চালিয়ে পাথর বোঝাই ষ্টীলবডি নৌকাসহ ২ জন কে আটক করা হয়।
আটককৃতরা বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালী অনন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে যুবরাজ ও আবিনুর মিয়ার ছেলে আক্তার হোসেন।
নৌ পুলিশ জানায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে সুনামগঞ্জ টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই পরিমল চন্দ্র মল্লিক নেতৃত্বে একটি চৌকশ পুলিশ আভিযানিক টিম অভিযান চালিয়ে একটি ষ্টিলবডি পাথর বোঝাই নৌকা সহ দুইজন কে আটক করা হয়।
আটক নিস্চিত করে টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিমল চন্দ্র মল্লিক বলেন আটককৃতদের বিরোদ্ধে যথাযথ আইনগত ব্যাবস্হা নেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ