নিসচা’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কামালের মৃত্যুতে সিলেট মহানগর শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ০৭ জুন ২০২৩ ০৭:০৬

নিসচা’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কামালের মৃত্যুতে সিলেট মহানগর শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুরমাভিউ:-  নিরাপদ সড়ক চাই নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক কামালের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ যোহর সিলেট নগরীর কালেক্টরেট জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন নিসচা সিলেট মহানগরের সভাপতি এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, অর্থ সম্পাদক মকসুদুর রহমান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, মহানগরীর সদস্য মো: আবু জাবের, কালেক্টরেট জামে মসজিদের সানী ইমাম মাওলানা মো: নুরুল কামাল, মাহমুদ খান প্রমুখ।

উল্লেখ্য এহসানুল হক কামাল গত সোমবার সিলেটে নিসচার এক অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় যাওয়ার পথে গাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এ সংক্রান্ত আরও সংবাদ