মানবিক সিলেট গড়তে বেশি গুরুত্ব দেবো : মাহমুদুল হাসান

প্রকাশিত:বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ ০৮:০৬

সুরমাভিউ:-  সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, আমার ইচ্ছা হলো সিলেট শহরকে একটি দুর্নীতিমুক্ত উন্নত ও মানবিক শহর হিসাবে গড়ে তোলা। আমি যদি আপনাদের দোয়া ও সহযোগিতায় মেয়র নির্বাচিত হই তাহলে সততা ও আদর্শ দিয়ে প্রথমেই সিলেট শহরকে দূর্নীতিমুক্ত করব। ঠিক তখনই উন্নত ও মানবিক শহর গড়ার দ্বার উন্মোচিত হবে। ধাপে ধাপে এই শহরকে একটি পরিপূর্ণ মানবিক শহরে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। তিনি নগরীর ২৫ ও ২৬ নং ওয়ার্ডে জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপরোক্ত কথা বলেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় থেকে বিশিষ্ট ওলামায়ে কেরামদের সাথে সাক্ষাত ও বিকাল ৪টায় থেকে নগরীর ২৫ ও ২৬ নং ওয়ার্ড এলাকায় সর্বস্তরের জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মুফতি মুহাম্মাদ আবু তাহের মিসবাহ, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি আব্দুল মুহিত, আরিফুল ইসলাম, মাওলানা আমির উদ্দিন, আল আমিন হামযাহ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ