বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ ০৭:০৬

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:-  “গ্রহের জন্য টেকসই দুগ্ধজাত পণ্য আপনার জন্য ভাল” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে ‘বিশ্ব দুগ্ধ দিবস-২০২৩’।
বৃহস্পতিবার (১ জুন) বিশ্ব দুগ্ধ দিবসটি উদযাপন উপলক্ষে পৌরসভা হলরুমে জেলা প্রাণিসম্পদ দপ্তর, মৌলভীবাজার এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা শিশু বিষায় কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় ও জেলা পানি সম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুদুর্শন কুমার রায়, পৌর সভার মেয়র মো: ফজলুর রহমান।
র‍্যালী ও আলোচনা সভায় সাংবাদিক,স্কুলের ছাত্র-ছাত্রী ও প্রাণীসম্পদ অফিসের কর্ম কর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাণীসম্পদ ও দুগ্ধ-পান বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।

এ সংক্রান্ত আরও সংবাদ