৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ ১২:০৬
সুরমাভিউ:- সিলেটে ছিনতাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গোবিন্দ দাস (৩৩) নামে এক সবজি ব্যবসায়ী খু’ন হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোরে নগরীর ধোপাদিঘির পাড় ওসমানী শিশু পার্কের সামনে। নিহত গোবিন্দ দাস সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকার গৌরাদ্দ দাসের ছেলে। তিনি বর্তমানে আখালিয়া নয়াবাজারের রাংকুর কলোনি ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোবিন্দ দাস নিজ বাসা থেকে সোবহানীঘাট কাচিাবাজার পাইকারি আড়ত থেকে ভ্যানগাড়ি দিয়ে প্রতিদিনের মতো সবজি কিনতে যাচ্ছিলেন। নগরীর ধোপাদিঘীরপাড় শিশুপার্কের সামনে যাওয়া মাত্র ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ছিনতাইকারীদের ছুুরকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার লাশ বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
Helpline - +88 01719305766