৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ ০৮:০৬
সুরমাভিউ:- সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সাথে সৌজন্যমূলক সাক্ষাত করেছেন কভেন্ট্রি সিটি ইউকের কাউন্সিলর এবং ডেপুটি কেবিনেট সদস্য (চিলড্রেন এন্ড ইয়াং পিউপল) কাউন্সিলর আব্দুল জব্বার।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্যমূলক সাক্ষাত করেন তিনি।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক মো.মজিবর রহমান কাউন্সিলর আব্দুল জব্বারকে স্বাগত জানান এবং বাংলাদেশী বংশোদ্ভূত কভেন্ট্রিতে বসবাসরত বাসিন্দাদের খোঁজখবর নেন এবং দেশে বিভিন্ন কর্মকান্ডে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কাউন্সিলর আব্দুল জব্বার জেলা প্রশাসক মো.মজিবর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কভেন্ট্রি সিটিতে বেড়ানোর জন্য আমন্ত্রণ জানান। জেলা প্রশাসক সেই আমন্ত্রণ গ্রহন করেন এবং সময় সুযোগে কভেন্ট্রি সিটিতে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আমিনুর রহমান সাইফ, সোয়েব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766