আনোয়ারুজ্জামান’র সাথে রায়ের গ্রাম মিতালী যুব সংঘের মতবিনিময় সভা

প্রকাশিত:বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ ০৮:০৬

আনোয়ারুজ্জামান’র সাথে রায়ের গ্রাম মিতালী যুব সংঘের মতবিনিময় সভা

সুরমাভিউ:-  আসন্ন ২১ জুন  সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে রায়ের গ্রাম মিতালী যুব সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে ২৯নং ওয়ার্ডের বাবুর বাড়িতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অরিন্দম দাশ হাবলুর সভাপতিত্বে ও শৈলেন করের পরিচালনায় বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি ও বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সাধারন সম্পাদক নজমুল ইসলাম, ওসমানী নগর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলাতাফুর রহমান সুহেল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামল চন্দ্র নাথ, আতাউর রহমান, লোকমান হোসেন, সান্ত কর, সুশিল নাথ, বিদুৎ দাশ, বারিন্দ্র মাসটার, মৃদুল চন্দ, রাজু কর, বাকুল কর, সুমন কর, কামরুল ইসলাম সুমন, দবির মিয়া, পার্থ কর, সনাতনী জাগ্রত যুব সংঘের প্রধান সমন্বয়কারী কৃষ্ণ কর, সভাপতি জয়ন্ত কুমার দাস, সাধারণ সম্পাদক সজিব পাল, অর্থ সম্পাদক বিধান দেবনাথ, দপ্তর সম্পাদক প্রীতম পাল প্রমূখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ