মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান’র সমর্থনে ২৭নং ওয়ার্ডে উঠান বৈঠক

প্রকাশিত:সোমবার, ২৯ মে ২০২৩ ০৪:০৫

মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান’র সমর্থনে ২৭নং ওয়ার্ডে উঠান বৈঠক

সুরমাভিউ:-  আগামী ২১ জুনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাতে ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া দক্ষিণ খান বাড়িতে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গুলজার খান এর সভাপতিত্বে ও ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. ছয়েফ খান এবং সাধারণ সম্পাদক গুলজার আহমেদ জগলুর যৌথ পরিচালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম, সিনিয়র সদস্য কাউন্সিলর মো. আজম খান, সদস্য কাউন্সিলর তৌফিক বক্স লিপন, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমেদ কয়েছ, দৈনিক জাগ্রত সিলেটের সম্পাদক শেখ মোর্শেদ, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ইরান, আওয়ামীলীগ নেতা কফিল আহমেদ চৌধুরী, পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লী মো. মোজাফফর খান, সহকারী মোতাওয়াল্লী মঞ্জুর আলম খান, দক্ষিণ কুশিঘাটের প্রবীণ মুরব্বি আব্দুস সাত্তার, আলমপুরের প্রবীণ মুরব্বী রিয়াজ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল জলিল ময়না, মুহিবুর রহমান শাহাজাহান, আব্দুস সালাম সাহেদ, বদরুল ইসলাম,  জুয়েল আহমেদ, বিলাল আহমেদ, মোস্তাক খান, মইনুল হোসেন, এডভোকেট প্রতাপ চন্দ্র নাথ, আমিনুল হক, আব্দুস সালাম উজ্জ্বল, আপ্তাব মিয়া, মোসাদ্দেক হোসেন পাপ্পু, ফয়ছল আহমদ, আব্দুল মতিন চৌধুরী, গিয়াস মিয়া, বিনেশ কর দুলু, জয়নাল আহমেদ ঝানু, শওকত আলী, এনামুর রহমান, ফয়সাল মাহমুদ মগনী, বিপ্লব আচার্য, মুহিবুর রহমান মুহিত, কামরুল হাসান টিটু, শাহাবুদ্দিন, এনামুল হক, শুভ রাজ, শহ নওয়াজ, রিজওয়ান খান, তাহমিদ খান প্রমুখ।

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন শাহাজান খান। গীতা পাঠ করেন, শ্রীদাম পাল। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ