২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৩রা জুন, ২০২৩ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ১০:০৫
সুরমাভিউ:- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির খান বলেছেন, ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে বিশেষ করে সিটি কর্পোরেশনকে সুষ্ঠু করতে এই সব কমিটিগুলো যার যার অবস্থান থেকে কাজ করবে বলে আশাবাদী।
সিলেট জেলা আওয়ামী লীগের কৌশলগত পরিকল্পনা এবং কর্ম পরিকল্পনা সংক্রান্ত ফলোআপ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার উদ্যোগে শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খানের সভাপতিত্বে ও ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল সিলেট আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল ম্যানেজার রাহিমা বেগমের সঞ্চালনায় বৃহস্পতিবার (২৫ মে) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় কৌশলগত পরিকল্পনা এবং কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জেলা আওয়ামী লীগের ৪টি উপকমিটি গঠন করা হয়। এগুলো হচ্ছে প্রশিক্ষণ উপকমিটি, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন উপকমিটি, দ্বন্দ্ব নিরসন উপকমিটি ও মনিটরিং উপকমিটি। এই কমিটিগুলোতে সভায় নেতৃবৃন্দ নির্বাচিত করে দেওয়া হয়। প্রশিক্ষণ উপকমিটির দায়িত্ব পান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, উপ দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, সদস্য এ জেড রওশন জেবিন রুবা, ডা. নাজরা চৌধুরী ও আব্দুল বারী।
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন উপকমিটিতে আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, শিল্প ও বাণিজ্য সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সালমা বাসিত, সালমা সুলতানা, হেলেন আহমদ ও সাজেদা পারভীন।
দ্বন্দ্ব নিরসন উপকমিটিতে আছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ, যুগ্ম সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, সদস্য নাজনীন হোসেন, শামসুন্নাহার মিনু ও শমসের জামাল।
মনিটরিং উপকমিটিতে আছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, স্বাস্থ্য সম্পাদক ডা. সাকির আহমদ শাহীন, উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি ও সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
সভায় বক্তব্য রাখেন নাজনীন হোসেন, জগলু চৌধুরী, মস্তাক আহমদ পলাশ, সালমা বাসিত, শামসুন্নাহার মিনু, ডাক্তার নাজরা চৌধুরী, আব্দুল বারী প্রমুখ।
Helpline - +88 01719305766