নিজস্ব প্রতিবেদক:- বুধবার (২৪ মে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মৌলভীবাজার সদর মডেল থানা পরিদর্শন করেন।
দুপুরে মন্ত্রী থানা প্রাঙ্গণে পৌঁছালে সদর মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
এসময় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এবং জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম উপস্থিত ছিলেন।
এরপর মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
সালামি গ্রহণ শেষে মন্ত্রী থানা প্রাঙ্গণ, থানার অফিস, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক ঘুরে দেখেন।
মন্ত্রী থানার পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং জনসাধারণকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদান করার আহবান জানান।