২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৩রা জুন, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ২০ মার্চ ২০২৩ ০৬:০৩
অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:- মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২২ মার্চ ২০২৩ ইং বুধবার ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন।
সোমবার (২০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে প্রেস ব্রিফিং করেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার।
প্রেস ব্রিফিং- এ, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আগামী ২২ মার্চ সকাল ৯ টায় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর শ্রীমঙ্গলের আরও ১৪৮ পরিবার পাবে তাদের নতুন ঠিকানা।
যারা ঘর ও ভূমি পাচ্ছেন তারা কখনো ভাবেনি ভূমি ও পাকা ঘরের মালিক হবেন তারা। এছাড়া আরো ১৬২টি ঘর নির্মাণাধীন রয়েছে। পর্যায়ক্রমে সেগুলোও উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।
এর আগে ১ম, ২য়, ও ৩য় ধাপে শ্রীমঙ্গল উপজেলার ৬৫০ গৃহ ও ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।
Helpline - +88 01719305766