রমজান উপলক্ষে হাজী রাশিদ আলী ‌ফাউন্ডেশন’র খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত:সোমবার, ২০ মার্চ ২০২৩ ০৯:০৩

রমজান উপলক্ষে হাজী রাশিদ আলী ‌ফাউন্ডেশন’র খাদ্যসামগ্রী বিতরণ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি:-  পবিত্র মাহে রমজান উপলক্ষে রাশিদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের গরিব অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমেদ মনি এ সকল খাদ্য সামগ্রী প্রদান করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলার রিয়াদ, সমাজসেবক আব্দুর রাজ্জাক, মোহাম্মদ হিরা মিয়া তালুকদার, গোলাম মস্থফা গুলু, মাওলানা আবু তাহের, আব্দুর রশিদ, বাচ্চু মিয়াসহ অন্যান্যরা।

এসকল খাদ্য সামগ্রী অতি গোপনীয়ভাবে প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমদ মনি ও অন্যান্য সদস্যরা।

এ ব্যাপারে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমেদ মনি জানান, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি পরিবারকে সহযোগিতা করতে। আর আমাদের এ কাজ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বোগলা ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান হাজী রাশিদ আলী নামে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় হাজী রাশিদ আলী ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজে সহায়তা, অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, আর্থিকভাবে অস্বচ্ছল বিভিন্ন পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তাসহ বিভিন্ন দুর্যোগ ও আপদকালীন সময়ে অসহায় অস্বচ্ছল লোকজন ও নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারকে সার্বিকভাবে সহায়তা ও সহযোগিতা করে আসছে এ ফাউন্ডেশন।

এ সংক্রান্ত আরও সংবাদ