২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শনিবার, ১৮ মার্চ ২০২৩ ১১:০৩
সেলিম আহমেদ, সৌদি আরব থেকে:- মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সম্মেলন ও কাউন্সিল অধিবেশন -২০২৩ গতকাল মক্কায় এক ক্লাবে অনুষ্ঠিত হয়।
জাতিয় সঙ্গীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে উদ্বোধন করেন আব্দুল হক। সভাপতিত্ব করেন আহ্বায়ক আমির হোসেন ও পরিচালনা করেন সদস্য সচিব সেলিম আহমেদ, তাজুল ইসলাম, মোরশেদুল আলম নিবিল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি সাইফুর রহমান সাইফু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক কাসেদুর রহমান কাসেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রবাসী কমিউনিটি আওয়ামীলীগের সভাপতি সমশের আলম, সাধারণ সম্পাদক সাকেরুল্লাহ সাহেদ, মক্কা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি রিয়াজ আকবর চৌধুরী, শমসের আলম, শফিকুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুর সাত্তার ভূট্টো, মোঃ নুরুল্লাহ, শাহজাহান সোলেমান, হাসান আমিন ভূঁইয়া প্রমুখ।
এছাড়া আরও বক্তব্য রাখেন আনোয়ারুল হক, মোঃ ফরিদ, মেহেদী হাসান, আজাদ চৌধুরী, আব্দুর রশিদ, রিদওয়ান হক, জাফর আলম, রিদওয়ান করিম, মোঃ সেলিম, মোঃ ফোরকান, সহ অনেকে।
সম্মেলন পরবর্তী ২য় অধিবেশনে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে রফিকুল ইসলাম সভাপতি ও কাসেদুর রহমান কাসেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সকলকে সাথে নিয়ে আগামী নির্বাচনে নৌকার প্রতিককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
Helpline - +88 01719305766