জাতির পিতার জন্মবার্ষিকীতে সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির দোয়া মাহফিল

প্রকাশিত:শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ০৭:০৩

জাতির পিতার জন্মবার্ষিকীতে সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির দোয়া মাহফিল

সুরমাভিউ:-  বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

১৭ মার্চ শুক্রবার বাদ জুম্মা রেড ক্রিসেন্ট হলরুমে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এর পূর্বে জেলা পরিষদের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতাতে পুষ্পস্থবক অর্পণ করা হয়েছে।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমেদ, মজির উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ