৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২২শে মার্চ, ২০২৩ ইং
প্রকাশিত:শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ০৮:০৩
সুরমাভিউ:- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষ্যে একটি ব্যতিক্রমী আয়োজন করে সিলেট জেলা পুলিশ। সুবিধাবঞ্চিত শিশুদের সাথে জাতির পিতার জন্মদিনের আনন্দ ভাগাভাগি করার জন্য সমাজসেবা অধিদপ্তরের অধীন “ছোটমনি নিবাসে” ছুটে যান সিলেট জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে আনন্দমুখর পরিবেশে ছোট্টমণিদের সাথে জন্মদিনের কেক কাটেন পুলিশ সুপার মহোদয়। তাদের এই হাসিমুখকে আরও প্রস্ফুটিত করতে নিয়ে যান নানান উপহার। উপহারসামগ্রী পেয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে ওঠে ছোটমণি নিবাসের ছোট্ট অধিবাসীরা।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমাদের সকলের সম্মিলিত সহযোগিতাই পারে এসব শিশুদের আগামীর বাংলাদেশে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে।
Helpline - +88 01719305766