খাদিমনগরে দিলোয়ার হোসেনের হ্যাট্রিক বিজয়

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ০৮:০৩

খাদিমনগরে দিলোয়ার হোসেনের হ্যাট্রিক বিজয়

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা হেরে গেছে। জিতেছে চশমা।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।

এ ইউনিয়নে সরকারি দল আওয়ামী লীগের নৌকার প্রার্থী ইকলাল আহমদ পেয়েছেন ১১ হাজার ৫৬০ ভোট।

আর স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) ও বর্তমান চেয়ারম্যান দিলোয়ার হোসেন চশমা প্রতিকে পেয়েছেন ১২ হাজার ৩৫০ ভোট।

মোট ৭৯০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন দিলোয়ার।

এ ইউনিয়নে চেয়ারম্যান পদে এ দু’জনই প্রতিদ্বন্দ্বিতা করেছেন।