৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৩ ইং
প্রকাশিত:রবিবার, ১২ মার্চ ২০২৩ ০৭:০৩
মো. মুন্না মিয়া, লন্ডন (যুক্তরাজ্য)
এনটিভি ইউরোপে সংবাদসহ বিভিন্ন প্রজেক্টে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘স্পেশাল কনট্রিবিউশন সম্মাননা’ পেয়েছেন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার কৃতিসন্তান মিসবাহুদ্দোজা মু আব্দুল ফাত্তাহ চৌধুরী ফয়সল। তিনি ইউরোপে বহুল প্রচারিত জনপ্রিয় টেলিভিশন এনটিভি ইউরোপের নর্থাম্পটন প্রতিনিধি হিসেবে কাজ করছেন। গেল ৬ মার্চ প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিনিধি সম্মেলনে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
এনটিভি ইউরোপের হেড অফ কমিউনিকেশনস এন্ড কমপ্লাইনস আদনান পাভেল ও জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা সেলিনা হায়দারের উপস্থাপনায় লন্ডনে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে ৭টি ক্যাটাগরিতে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা কর্মরত সাংবাদিক ও কলাকুশলীদের মধ্যে সম্মননা প্রদান করা হয়।
তারমধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার কৃতিসন্তান মিসবাহুদ্দোজা মু আব্দুল ফাত্তাহ চৌধুরী ফয়সলকে ‘স্পেশাল কনট্রিবিউশন সম্মাননা’ ঘোষণা করা হয় এবং তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী (সিইও) সাবরিনা হোসাইন ও পরিচালক মোস্তফা সারওয়ার বাবু ফাত্তাহ চৌধুরীর হাতে এ সম্মাননা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির হেড অব সেলস সুহেল আহমেদ, হেড অব ব্রডকাস্ট রবিন হায়দার খান প্রমুখ।
সম্মাননা পাওয়ায় ফাত্তাহ চৌধুরী এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, ডিরেক্টর মুস্তফা সারওয়ার বাবু, হেড অফ নিউজ সামিউল ইসলাম চয়ন, আব্দুল্লাহ আল মামুন এবং আব্দুর রশিদসহ এনটিভি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া তাঁর কর্মস্থল নর্থাম্পটন বাংলাদেশি কমিউনিটির প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংবাদিক হিসেবে কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখায় এবং কোভিড -১৯ সহ বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ঘটনাবলি দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপের মাধ্যমে তুলে ধরায় এম এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সলকে “মেয়র’স সার্টিফিকেট ফর আউটস্টান্ডিং কমিউনিটি কান্ট্রিবিউশন” সম্মাননা ২০২২ গত বছরের ১ সেপ্টেম্বর এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদান করেছিলেন নর্থাম্পটনের মেয়র কাউন্সিলর ডেনিস মেরেডিথ।
ফাত্তাহ চৌধুরী ইতোপূর্বে এনটিভি ইউরোপ কর্তৃক “নিউজ রিপোর্টার অব দ্যা ইয়ার (ইউকে) ২০১৮” পদক পেয়েছেন। তিনি ১ অক্টোবর ২০১৮ সালে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটির ক্রাউন ব্যাংকুইটিং হলে এনটিভি ইউরোপ আয়োজিত ‘বিজনেস ফ্র্রেন্ডস অব এনটিভি রিকগনিশন অ্যাওয়ার্ড ২০১৮ লাভ করেন। নর্থাম্পটন বাংলাদেশি এসোসিয়েশনের পক্ষ থেকেও ফাত্তাহ চৌধুরীকে ২০১৭ সালে আউটস্টান্ডিং সার্ভিস টু দ্যা কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ফাত্তাহ বর্তমানে এনটিভি ইউরোপ সাংবাদিকতার পাশাপাশি নর্থাম্পটন বাংলা স্কুল এবং আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ ইভিনিং মাদ্রাসায় শিক্ষকতা করছেন। আল্লামা সাহেব কিবলা ফুলতলী (রা.) প্রতিষ্ঠিত লতিফিয়াহ ক্বারী সোসাইটি ইউকের প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারির দায়িত্বও পালন করছেন তিনি৷ তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের একজন সদস্য।
ফাত্তাত চৌধুরীর জন্ম সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর চৌধুরী বাড়িতে। তাঁর বাবা শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা আব্দুর রাশিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মরহুম মাওলানা আব্দুর রহিম চৌধুরী, বড় চাচা প্রশাসনিক কর্মকর্তা মরহুম আব্দুল গফুর চৌধুরী ও ছোট চাচা মরহুম আব্দুর রাশিদ চৌধুরী।
Helpline - +88 01719305766