মোনায়েম মুন্নার মুক্তির দাবীতে মৌলভীবাজার জেলা যুবদলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ ০৬:০৩
নিজস্ব প্রতিবেদক:- জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে মৌলভীবাজার জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ মার্চ বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভা শেষে শাহাজানপুর বাসায় ফিরছিলেন মুন্না। তার বাসার সামন থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে বৃহস্পতিবার (০৯ মার্চ) বিকাল ০৪ ঘটিকায় মৌলভীবাজার শাহ মোস্তফা রোডস্থ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী হয়ে সমসেরনগর রোডে সমাবেশের মাধ্যমে সমাপ্ত করা হয়।
এতে উপস্থিত ছিলেন – জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি (সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম.এ মুহিতসহ সদর উপজেলা যুবদল ও সদর পৌর যুবদল এবং রাজনগর উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা।