৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২২শে মার্চ, ২০২৩ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ ০৬:০৩
রাজধানীর গুলিস্তানে একটি বহুতল ভবনে বিস্ফোরণ ঘটেছে। এতে ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন নারী এবং ছয়জন পুরুষ। আহত হয়েছেন অনেকে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার পরপরই এ বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সেখানে অনেক যাত্রীর উপস্থিতি ছিল। তারা আতঙ্কিত হয়ে নিরাপদ গন্তব্যে ছুটতে থাকেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
Helpline - +88 01719305766