৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ২৭ ফেব্রু ২০২৩ ০২:০২
বায়ুদূষণ রোধে রাজধানীর আশেপাশের পাঁচ জেলার অবৈধ ইটভাটা দুই সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে জেলা প্রশাসকদের প্রতিবেদন দিতেও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মো. আলীর বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিতে আদালত সিটি করপোরেশনের জমা দেয়া প্রতিবেদনে অসন্তোষ প্রকাশক করে বলেন, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের ডাকতেও এখন লজ্জা লাগে। এ পর্যন্ত ছয় থেকে সাতবার দূষণরোধে বিভিন্ন আদেশ দিলেও কোনো কাজ হচ্ছেনা।
রিট আবেদনকারী মনজিল মোরসেদ বলেন, এর আগে ২০২১ সালে হাইকোর্টে জমা দেয়া প্রতিবেদনে ৪০০ বেশি অবৈধ ইটভাটা থাকার কথা বলা হয়। পরে উচ্ছেদের পরও এখনো ২০০ এর বেশি অবৈধ ইটভাটা রয়েছে।
তাই সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের আবারও দূষণরোধে আদেশ কার্যকর করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে হাইকোর্ট নির্দেশ দেন বলে জানান রিটকারী।
Helpline - +88 01719305766