সিলেটের বালাগঞ্জে চোখ উপড়ানো মামলার অধিকতর তদন্ত শুরু

প্রকাশিত:বুধবার, ১১ জানু ২০২৩ ০৮:০১

সুরমাভিউ:-  সিলেটের বালাগঞ্জে প্রতিপক্ষের চোখ উপড়ে ফেলার চাঞ্চল্যকর মামলাটির অধিকতর তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেষণ (পিবিআই) সিলেট এ তদন্ত শুরু করেছে।  সিলেটের ৮ নং আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান গত বছরের ডিসেম্বরে অধিকতর তদন্তের জন্য পিবিআই সিলেটকে এ আদেশ প্রদান করেন। আদেশের প্রেক্ষিতে পিবিআই সিলেট অফিসের সাব ইন্সপেক্টর ঝলক মন্ডল গতকাল বুধবার (১১ জানুয়ারি) মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি মামলার ভিকটিম আব্দুল হামিদ সহ প্রত্যক্ষদর্শী লোকজনের সাক্ষ্য গ্রহণসহ আলামত জব্দ করেন।

জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে বালাগঞ্জের খুজকিপুর গ্রামের আব্দুল বারিক খাজুরের পুত্র আসুক মিয়া, আব্দুল কুদ্দুছ এহিয়া ও আব্দুল ছত্তার লেবু এবং তাওেদর সহযোগীরা একই গ্রামের আব্দুল হামিদের (৩২) উপর অতর্কিত হামলা চালায়। গত বছরের ৩০ এপ্রিল থানার খুজকিপুর গ্রামে লোমহর্ষক এ ঘটনা ঘটে।

এসময় হামলাকারীরা ধারারো অস্ত্র দিয়ে আব্দুল হামিদকে উপর্যুপরি কুপিয়ে এবং সাবুল দিয়ে তার দু’চোখ উপড়ে ফেলে। তাকে রক্ষায় এগিয়ে আসা স্ত্রী-সন্তানসহ আরও কয়েকজনকে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় আব্দুল হামিদকে ঢাকাস্থ চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। চিকৎসা করে বেঁচে গেলেও আজীবনের জন্য অন্ধত্ব ররণ করেন আব্দুল হামিদ। এ ঘটনায় তার ভাই আব্দুর রকিব বাদী হয়ে গত বছরের ১ মে আসুক মিয়া ,আব্দুল ছত্তার লেবু আব্দুল কুদ্দুছ এহিয়াসহ ৮ জনকে এজাহারভুক্ত আসামী করে বালাগঞ্জ থানায় একটি মামলা [নং-০১(৫)২২]  দায়ের করেন।

মামলাটি তদন্ত করে বালাগঞ্জ থানার এসআই রাহুল রায় জনি গত বছরের  ১০ অক্টোবর আদালতে একখানা চার্জশিট দাখিল করেন। চাজশিটে গাফিলতি করে এফআইআর-এর ৩২৫ ধারাসহ আসামী আব্দুল ছত্তার লেবুর নাম বাদ দিয়ে দেন।

হাসপাতাল থেকে আহতের মেডিকেল সার্টিফিকেট (এমসি) যথাযথ হয়নি এবং মানিত সাক্ষীদের বাদ দিয়ে চার্জশিটে আসামী পক্ষের লোকদের সাক্ষী করা হয়েছে। এই মর্মে অভিযোগ এনে মামলার বাদী আব্দুর রকিব আদালতে নারাজি দাখিল করেন। শুনানী শেষে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটকে নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠনপূর্র্বক ফের এমসি দাখিলের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। আাদালদের আদেশে মামলাটি পিবিআই সিলেট অফিসে প্রেরণ করা হলে গতকাল বুধবার থেকে মামলাটির ফের তদন্ত শুরু করে পিবিআই।

অধিকতর তদন্তের সত্যতা নিশ্চিত করে পিবিআই সিলেট –এর সাব ইন্সপেক্টর ঝলক মন্ডল সাংবাদিকদের বলেন, তদন্ত শুরু করেছি, প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী ও মানিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহন করেছি। ভিকটিমকে দেখে তার বক্তব্যও রেকর্ড করেছি। নির্দেশ মোতাবেক হাসপাতাল থেকে এমসি পাওয়ার পর এ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ