১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১১ জানু ২০২৩ ০৮:০১
সুরমাভিউ:- বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ও কুশিয়ারা আন্তর্জাতিক কনভেনশন হল এবং সিটি কর্ণারের সহযোগিতায় ২দিন ব্যাপি ফটোসাংবাদিকতা বিষয়ক কর্মশালার উদ্বোধন।
গতকাল বুধবার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন ইবনে লস্কর রাব্বির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিটি কর্ণারের পরিচালক সমশের জামাল। প্রশিক্ষকের বক্তব্য রাখেন প্রখ্যাত ফটো সাংবাদিক আবির আব্দুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন খান বলেন, পেশাদারিত্ব একটি আমনত। ফটো সাংবাদিকরা ছবির মাধ্যমে দেশ ও সমাজের সঠিক চিত্র তুলে ধরেন। একটি ছবির মাধ্যমে দেশের উন্নতি, অগ্রগতি সম্পর্কে ধারণা করা যায়। পাশাপাশি মানুষের চিন্তা, বিবেক জাগ্রত হয়। তাই মানবিকতা মাথায় রেখে ফটো সাংবাদিকদের কাজ করতে হবে। দেশপ্রেম না থাকলে কোন জাতি অগ্রগতি করতে পারে না। পত্রিকার মালিক পক্ষ ফটো সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রধানমন্ত্রী ২০৪১ সালের যে ঘোষণা দিয়েছেন তার আগেই আমারা উন্নত দেশে পরিনত হবো।
কর্মশালায় অংশগ্রহণ করেন এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: আবু বকর, নির্বাহী সদস্য মামুন হাসান, আব্দুল বাতিন ফয়সল, সংকর দাস, মাহমুদ হোসেন, শাহ মোহাম্মদ কয়েস আহমদ, জাবেদ আহমদ, ইকবাল মুনসি, নুরুল ইসলাম, আনিস মাহমুদ, হুমায়ুন কবির লিটন, শিপন আহমদ, এইচ এম শহিদুল ইসলাম, রেজা রুবেল, পল্লাব ভট্যাচার্য, মো: একরাম হোসেন, মামুন হোসেন, আব্দুল খালিক, মোহাম্মদ আজমল আলী ও আশরাফ উল্লাহ ইমন ।-বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766