৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১১ জানু ২০২৩ ০৮:০১
সুরমাভিউ:- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
(১১ জানুয়ারি) বুধবার বিকাল ৫টায় আলীবাহার চা বাগানে শীতার্ত চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল, সংগ্রম পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক মনজুর আহমদ, আলী বাহার চা বাগানের পঞ্চায়েত সভাপতি শ্যামচরণ গোয়ালা, সহসভাপতি নাজমা বেগম, সহ সাধারণ সম্পাদক নমিতা লোহার, চা শ্রমিক ফেডারেশনের সংগঠক সাজন লোহার প্রমূখ।
শীতবস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, ন্যায্য মজুরির দাবি চা শ্রমিকদের দীর্ঘদিনের। কিন্তু বরাবরই চা শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। দীর্ঘদিন ১৯দিন চা শ্রমিকরা দৈনিক নগদ ৩০০টাকা মজুরির আন্দোলন করলেও নির্ধারণ করে দেয়া হয় মাত্র ১৭০ টাকা। ইতিমধ্যে ১৭০টাকা মজুরির মেয়াদ গত হয়েছে।এবং চা শ্রমিকদের এরিয়া বিল (বকেয়া)পরিশোধ করা হচ্ছে না।
বক্তারা অবিলম্বে, ৫শত নির্ধারণ করে নতুন চুক্তি সম্পাদন করা ও এরিয়া বিল পরিশোধের জন্য আহ্বান জানান। বক্তারা শীতার্তদের মাঝে বিতরণের জন্য বাসদ এর তহবিলে নগদ অর্থ ও শীতবস্ত্র দিয়ে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766