স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের শিশুরা

প্রকাশিত:মঙ্গলবার, ১০ জানু ২০২৩ ০৯:০১

সুরমাভিউ:-  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন। এ স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের শিশুরা। তাই আশা- প্রাথমিক শিক্ষা শক্তিশালী করার জন্য আশা শিক্ষা সুপারভাইজারদের দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। যাতে আমরা আমাদের শিশুদের স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তুলতে পারি। আশা- প্রাথমিক শিক্ষা শক্তিশালী করন কর্মসুচী  শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালায়-২০২৩ বক্তারা একথা বলেন।

৯ জানুয়ারী সোমবার সকালে খাদিম ব্রাক সেন্টারে আশা- প্রাথমিক শিক্ষা শক্তিশালী করন কর্মসুচী শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা-২০২৩ অনুষ্টিত হয়।

আশার সিলেট ডিভিশনাল ম্যানেজার মো: রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশা কেন্দ্রীয় কার্যালয় জেডিডি(প্রোগ্রাম) মোঃ আলী আজগর ভুইয়াঁ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের এডুকেশন ম্যানেজার সামিউল হক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষা অফিসার জসিম আহমেদ, আশিকুর রহমান,জুলফিকার আলী এবং শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, আশরাফুল আলম, সিডিএম এমজি রায়হান সিলেট (সদর) জেলা এবং সিবিএম ফরিদ মিয়া প্রমূখ।

এসময় সিলেট বিভাগ ও বি-বাড়ীয়া জেলার শিক্ষা সুপারভাইজার বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ