বিশ্বনাথে ৭ এপিবিএনের অভিযানে গাজা সহ আটক ১

প্রকাশিত:মঙ্গলবার, ১০ জানু ২০২৩ ১১:০১

সুরমাভিউ:-  সিলেটের বিশ্বনাথে গাজাসহ এক ব্যক্তিকে আটক করেছে ৭ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ান)সিলেট। আটককৃত ব্যক্তি হলেন বিশ্বনাথ উপজেলার বাবুনগর গ্রামের উপেন্দ্র দাসের পুত্র শ্রী পতি দাস।
জানা যায়, ৭ এপিবিএন সিলেট এর পুলিশ পরিদর্শক (নিঃ) এসএম ওবায়েদুল হক এর নেতৃত্বে ১০ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার খাজাঞ্চি – বিশ্বনাথ সড়কের বন্ধুয়া চৌরাস্তা পয়েন্টের  ব্রীজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করা হয়। এসময় শ্রী পতি দাসকে ১ কেজি গাজা সহ আটক করে ৭ এপিবিএন টিম। যার আনুমানিক বাজার মূল্য ১৬ হাজার টাকা।
এ ব্যাপারে এস আই মোঃ আবু তাহের বাদী হয়ে বিশ্বনাথ থানায় এজাহার দাখিল করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ