৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০৯ জানু ২০২৩ ০৬:০১
অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:- মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩ এর তফসিল ঘোষনা করা হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের হল রুমে সংগঠনের দ্বি-বাষিক নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশনার উপজেলা সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী।
ঘোষিত তফসিল থেকে জানা যায়, আগামী ৩০ জানুয়ারি ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্টিত হবে। সে অনুযায়ী নির্বাচনে অংশ গ্রহনকারীরা ১১ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনারের উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করতে পারবেন। মনোনয়নপত্র জমাদানের সময় ১২ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১২জানুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহার ১৫ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ওইদিন-ই বিকেল ৪টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন নির্বাচন কমিশনার। আর ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হবে আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রেসক্লাব সদস্যদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের মোট সদস্য সংখ্যা ৩৮ হলেও দুইজন সদস্য দেশের বাহিরে অবস্থান করায় ৩৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি গঠন করবেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766