শ্রীমঙ্গলে এসপিটিএফ এর প্যারামেডিক কোর্সের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান

প্রকাশিত:সোমবার, ০৯ জানু ২০২৩ ০৭:০১

সুরমাভিউ:-  শ্রীমঙ্গলে এসপিটিএফ এর প্যারামেডিক প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী ১ম ব্যাচের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ জানুয়ারি বিকেল ৩ঘটিকায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের চৌমুহনীস্থ এসপিটিএফ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।

মৌলভীবাজার জেলা কো-অর্ডিনেটর নন্দিতা রাণী দেবনাথের সভাপতিত্বে ও প্রশিক্ষক ডা: বাপপন চন্দ্র ধরের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এসপিটিএফ এর পরিচালক ( সিলেট বিভাগ) ডা: ফয়সল আহমদ বাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ফ্যামিলি প্লানিং এর মেডিকেল অফিসার ডা: রনজত চন্দ্র দাশ, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা: রাধা কান্ত দাশ, বিশিষ্ট সমাজ সেবক নারায়ণ দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কোর্স সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ