মৌলভীবাজারে চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত:সোমবার, ০৯ জানু ২০২৩ ০৯:০১

নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার লেডিস ক্লাবের উদ্যোগে ৩শ অসহায় শীতার্ত চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার প্রেমনগর চা বাগনে চা শ্রমিকদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
মৌলভীবাজার লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্নী মিসেস কবিতা ইয়াসমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা; শাহিনা আক্তার প্রমুখ।
মৌলভীবাজার লেডিস ক্লাবের উদ্যোগে অব্যাহতভাবে অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হবে। এ সময় জেলা লেডিস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ