নগরীর ৪নং ওয়ার্ডে আলম খান মুক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ০৮ জানু ২০২৩ ০৭:০১

সুরমাভিউ:-  আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীর ৪ নং ওয়ার্ডের আম্বরখানা মনিপুরী পাড়া এলাকার বিশিষ্ট মুরব্বি, ছাত্র ও যুবসমাজকে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন তরান্নিত করার লক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার (৭ জানুয়ারি) রাত ৮ টায় এলাকার বাসিন্দা তাজুল ইসলামের বাড়িতে মনিপুরী পাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি পঞ্চ সিংহের সভাপতিত্বে ও শরিফ আহমেদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।

এসময় তিনি বলেন, আপনারা জানেন বর্তমান প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ গড়েতুলতে দিনরাত কাজ করে যাচ্ছেন। সারা বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জোয়ারে ভাসছে। তারই ধারাবাহিকতায় সিলেটের কৃতিসন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর হাত ধরে সিলেট সিটি কর্পোরেশনে হাজার হাজার কোটি টাকা বরাদ্ধের মাধ্যমে সিলেট সিটিতে উন্নয়ন হচ্ছে। কিন্তু দুখের সহিত বলতে হয়, আমার নিজ এলাকা ৪নং ওয়ার্ড দীর্ঘদিন থেকে উন্নয়ন থেকে অবহেলিত রয়েছে। বিগত কয়েক বছর যাবত আম্বরখানা সরকারি কলোনী মাঠটি খেলাধুলার অনুপযোগী ছিলো এবং এলাকার ছাত্র ও যুবসমাজ খেলাধুলা থেকে বঞ্চিত ছিলো।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে অবগত করলে কিছুদিন পূর্বে সিলেট- ১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আম্বরখানা সরকারি কলোনী মাঠ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি মাঠটি সংস্কার ও খেলাধুলার উপযোগী করার ব্যাবস্থা গ্রহন করেন। যা এখন এলাকাবাসীর চুখে দৃশ্যমান, এলাকার যুবসমাজ এখন এই মাঠে খেলাধুলা করে যাচ্ছে। এ ছাড়াও মজুমদারী, কোনাপাড়া এলাকার জনসাধারণের চলাচলের রাস্থার মধ্যে বৈদ্যুতিক খুটি ও গ্যাস লাইনের রাইজার রাস্থায় ছিলো, যা আমি পরিদর্শন করে সংশ্লিষ্ট  অফিসে যোগাযোগ করে দ্রুত ব্যাবস্থা গ্রহন করার উদ্দোগ নেই। বর্তমানে রাস্থা থেকে বৈদ্যুতিক খুটি ও গ্যাস লাইনের রাইজার অপসারণ করা হয়েছে। এছাড়াও আপনাদের পাড়ার মনিপুরী সম্প্রদায়ের মন্দিরের উন্নয়ন ও পার্শ্ববর্তী পুকুরের গার্ড ওয়াল সমস্যা সমাধানের উদ্দোগ গ্রহন করি।

এসময় এলাকার বিশিষ্ট মুরব্বীয়ান ও যুবসমাজের মধ্যে বক্তব্য রাখেন খোকন মিয়া, ফজল আহমদ, সাব্বির জালাবাদী, এড শাহিন আহমদ, পঞ্চু সিং, এম এ খান শাহিন, তাজুল ইসলাম, বিলাল খান, দুলু সিংহ, নরত্তম সিংহ, সপন সিংহ, সুকেন সিংহ, আব্দুল হামিদ খান শিমু, এমদাদ হোসেন ইমু, শরিফ মুনতাসির, মাসুক মিয়া, হিফজুর রহমান, আব্দুল্লাহ জাহেদ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ